
স্টাফ রিপোর্টার

তাইওয়ানে অনুষ্ঠিতব্য ‘তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপো ২০২৫’-এ যোগদানের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে ৮ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবে।
আগামী ৩ সেপ্টেম্বরের এই এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ কৃষি ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী প্রক্রিয়া এবং স্মার্ট এগ্রো প্রসেসিং বিষয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
ডিসিসিআই’র বাণিজ্য প্রতিনিধিদলটি কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও ফিড, কোল্ড-চেইন, এগ্রো-ফুড এবং টেকসই কৃষি খাতে স্মার্ট সমাধানের প্রযুক্তিগত সহায়তা প্রাপ্তির লক্ষ্যে এ এক্সপোতে অংশ নিচ্ছে।
এক্সপোর আয়োজক প্রতিষ্ঠানের তথ্য মতে, পাঁচটি মূল নীতিকে ভিত্তি করে এবছর তাইওয়ান স্মার্ট এগ্রি উইক অনুষ্ঠিত হবে, এগুলো হলো: টেকসই উন্নয়ন, বাজার সম্প্রসারণ, অগ্রগতি, স্থিতিশীলতা ও উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।
এ প্রদর্শনীতে কৃষি খাতের সমসাময়িক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট সমাধান উপস্থাপন করা হবে, পাশাপাশি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সম্পূর্ণ ভ্যালুচেইন ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সরঞ্জাম এবং সমাধানও এক্সপোতে প্রদর্শিত হবে, যেখানে তাইওয়ানসহ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের কৃষি বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকরা এই আয়োজনে অংশগ্রহণ করবেন।
ডিসিসিআই’র প্রতিনিধিদলটি উক্ত সফরকালে তাইওয়ানের ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায়িক ম্যাচ-মেকিং’ বৈঠক এবং বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিতব্য কনফারেন্স ও মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ পাবে, যার মাধ্যমে এখাতে ডিসিসিআই’র সদস্যভুক্ত প্রতিষ্ঠানসমূহ টেকসই কৃষির বৈশ্বিক ধারা সম্পর্কে অবগত হতে পারবে, যেটি তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজতে উৎসাহিত করবে।
এই বাণিজ্য প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দরা হলেন; ডিসিসিআই’র পরিচালক ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দৌল্লাহ, পরিচালক ও অ্যাডভান্স অফিস টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. মোসাররফ হোসেন, ফারমার্স মার্কেট এশিয়া’র ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু বকর, মেঘনা প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ জসীম এবং লাল তীর সিড লিমিটেডের পরিচালক তাজওয়ার মুহাম্মদ আওয়াল।

তাইওয়ানে অনুষ্ঠিতব্য ‘তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপো ২০২৫’-এ যোগদানের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে ৮ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবে।
আগামী ৩ সেপ্টেম্বরের এই এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ কৃষি ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী প্রক্রিয়া এবং স্মার্ট এগ্রো প্রসেসিং বিষয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
ডিসিসিআই’র বাণিজ্য প্রতিনিধিদলটি কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও ফিড, কোল্ড-চেইন, এগ্রো-ফুড এবং টেকসই কৃষি খাতে স্মার্ট সমাধানের প্রযুক্তিগত সহায়তা প্রাপ্তির লক্ষ্যে এ এক্সপোতে অংশ নিচ্ছে।
এক্সপোর আয়োজক প্রতিষ্ঠানের তথ্য মতে, পাঁচটি মূল নীতিকে ভিত্তি করে এবছর তাইওয়ান স্মার্ট এগ্রি উইক অনুষ্ঠিত হবে, এগুলো হলো: টেকসই উন্নয়ন, বাজার সম্প্রসারণ, অগ্রগতি, স্থিতিশীলতা ও উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।
এ প্রদর্শনীতে কৃষি খাতের সমসাময়িক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট সমাধান উপস্থাপন করা হবে, পাশাপাশি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত সম্পূর্ণ ভ্যালুচেইন ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সরঞ্জাম এবং সমাধানও এক্সপোতে প্রদর্শিত হবে, যেখানে তাইওয়ানসহ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের কৃষি বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকরা এই আয়োজনে অংশগ্রহণ করবেন।
ডিসিসিআই’র প্রতিনিধিদলটি উক্ত সফরকালে তাইওয়ানের ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায়িক ম্যাচ-মেকিং’ বৈঠক এবং বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিতব্য কনফারেন্স ও মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ পাবে, যার মাধ্যমে এখাতে ডিসিসিআই’র সদস্যভুক্ত প্রতিষ্ঠানসমূহ টেকসই কৃষির বৈশ্বিক ধারা সম্পর্কে অবগত হতে পারবে, যেটি তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজতে উৎসাহিত করবে।
এই বাণিজ্য প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দরা হলেন; ডিসিসিআই’র পরিচালক ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দৌল্লাহ, পরিচালক ও অ্যাডভান্স অফিস টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. মোসাররফ হোসেন, ফারমার্স মার্কেট এশিয়া’র ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু বকর, মেঘনা প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ জসীম এবং লাল তীর সিড লিমিটেডের পরিচালক তাজওয়ার মুহাম্মদ আওয়াল।

হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গতকাল বৃহস্পতিবার পেঁয়াজ বিক্রি হয় ১১০ থেকে ১২০ টাকা দরে। অতি প্রয়োজনীয় এ নিত্যপণ্যের কেজি দেড়শ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।
৩ ঘণ্টা আগে
শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কয়েকদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। এতে জনমনে ফিরে আসছে স্বস্তি। তবে অস্বস্তি তৈরি করেছে আটা ও পেঁয়াজের দাম। এ দুটি পণ্যের দাম হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়েছে।
৮ ঘণ্টা আগে
নতুন বিধিমালা জারির মাধ্যমে বিদ্যমান মার্জিন বিধিমালা-১৯৯৯ বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে ওই বিধিমালার আলোকে যদি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, তাহলে তার আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পৃথক এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
১১ ঘণ্টা আগে
পাঁচ ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের আপাতত কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে সরকার প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
১৯ ঘণ্টা আগে