এমটিবির পরিচালনা পর্ষদে নাসিম , তপন এবং জারিন নির্বাচিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ২০: ৩৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে, দেশের তিনজন বিশিষ্ট ও অভিজ্ঞ পেশাজীবীকে ব্যাংকের পরিচালনা পর্ষদে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন – সৈয়দ নাসিম মঞ্জুর এবং তপন চৌধুরী পরিচালক হিসেবে এবং জারিন মাহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক হিসেবে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৈয়দ নাসিম মঞ্জুর বাংলাদেশের অন্যতম খ্যাতনামা শিল্পপতি এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী’র পুত্র, যিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এছাড়া তিনি ল্যান্ডমার্ক ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান এবং এপেক্স ট্যানারি, এপেক্স ফার্মা ও ব্লু ওশান ফুটওয়্যার লিমিটেডের পরিচালনার দায়িত্ব পালন করছেন।

ব্যবসা ও নাগরিক উদ্যোগে সক্রিয় সৈয়দ নাসিম লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB)-এর সভাপতি এবং এমসিসিআই-এর সাবেক সভাপতি। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি এবং সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি’র কোর গ্রুপের সদস্য।

তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ওয়ারটন স্কুল থেকে ইকোনমিক্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী এমটিবির পরিচালনা পর্ষদে আস্ট্রাজ লিমিটেডের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মজীবন শুরু করে বর্তমানে স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যবসার পাশাপাশি, তিনি জনসেবা ও রাষ্ট্রীয় দায়িত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০০৭ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে বিদ্যুৎ, ক্রীড়া, খাদ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

তিনি এমসিসিআই, বিটিএমএ, বিএপিএলসি এবং ওয়াইএমসিএ-র মতো প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন।

তপন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও বেলজিয়ামে বিজনেস ম্যানেজমেন্ট ও ফার্মাসিউটিক্যাল মার্কেটিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

জারিন মাহমুদ হোসেন একজন প্রথিতযশা ফাইন্যান্স পেশাজীবী এবং এমটিবির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তিনি স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর প্রতিষ্ঠাতা অংশীদার, পাশাপাশি হারস্টোরি ফাউন্ডেশন এবং চলপড়ি লার্নিং প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা।

তিনি নিউ ইয়র্ক সিটির মেয়রস বাজেট অফিস এবং কেপিএমজিতে কর্মরত ছিলেন, যেখানে তিনি CPA হিসেবে যোগ্যতা অর্জন করেন। দেশে ফিরে এসেই তিনি ফার্ম প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের বোর্ডে যুক্ত হন।

তিনি স্মিথ কলেজ থেকে বিএ এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে এমপিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি আইসিএবির ফেলো এবং একিউমেন ফেলোও বটে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আশা করছে, নতুন পরিচালকদের অন্তর্ভুক্তি ব্যাংকের পরিচালন কাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত