খাস জমি লিজ দিতে ভূমিহীন কৃষকদের অগ্রাধিকারের আহ্বান

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৫: ৩০

দেশের সকল খাস জমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীন ও কৃষকদের নামে লিজ দেয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ভূমিহীন কৃষক আয়োজিত সমাবেশ এসব কথা বলেন তারা।

বিজ্ঞাপন

এসময় উপদেষ্টাদের উদ্দেশ্য করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, দেশের সকল খাস জমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের লিজ দিতে হবে। তাদেরকে সেখানে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাদের অধিকার সম্পর্কে বুঝতে হবে।

তিনি বলেন, এত এত সংস্কার কমিশনে কারও উপকার হয়নি। ভূমিহীন, কৃষক, দিনমজুরদের টাকায় আপনারা চলেন, রাষ্ট্র পরিচালনার খরচ জোগান। কিন্তু তাদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখছেন।

তিনি আরো বলেন, কৃষকরা সব সময় অবহেলিত। তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। তাদের ধানের দাম নির্ধারণ করে দেয় অন্যজন। এতে কৃষকদের লোকসান হচ্ছে কি বা তা বুঝার প্রয়োজন মনে করেন না। অথচ শিল্প কারখানায় যারা উৎপাদন করে তারাই মূল্য নির্ধারণ করে দেয়। আর সরকার ভ্যাট বসিয়ে তা বাস্তবায়ন করে। অথচ কৃষকের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তাই এসব থেকে বের হয়ে ভূমিহীন কৃষকদের সকল দাবি-দাওয়া মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, আমার বাংলাদেশ (এবি পার্টির) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত