পল্টন কালভার্ট রোডে সচেতন শিক্ষার্থী সমাজ (বাসশিস) এর ব্যানারে শহীদ ওসমান হাদি সড়কের নাম ফলক স্থাপন করেচে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকান্ডের স্থান পল্টন কালভার্ট রোডে সচেতন শিক্ষার্থী সমাজ (বাসশিস) এর ব্যানারে শহীদ ওসমান হাদী সড়কের নাম ফলক স্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে একদল শিক্ষার্থী ওসমান হাদি সড়কের নাম ফলক সম্বলিত ব্যানার, ফেস্টুন স্থাপন করে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক একটি অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান জুলাইয়ের এই মহান বিপ্লবী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

