দরিদ্র শিক্ষার্থীদের ঈদের নতুন পোশাক দিল ‘মার্চ’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২১: ২৬

দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীদের উদ্যোগ মিশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড রিলায়েবল চেঞ্জ-মার্চ।

0000

বিজ্ঞাপন

সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে গরিব ও অসহায় শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুল তরীর শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব। এছাড়া অন্য সদস্যের মধ্যে শাহীনুর রহমান, গাউসুল আজম ও মার্চের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় মার্চ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. একরাম উদ্দীন সুমন বলেন, ‘মার্চ সমাজের অগ্রগতি নির্ভরযোগ্য পরিবর্তনের জন্য কাজ করছে গত এক দশক ধরে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরী সংগঠনের শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার বিতরণ কর্মসূচির বাস্তবায়ন তার একটি উদাহরণমাত্র। সামাজিক অগ্রগতি ও নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের মাধ্যমে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। মার্চ তার কাজের মাধ্যমে সেই স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করছে।’

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত