স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
সোমবার বিকেলে মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মসজিদ চত্ত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে বৃহত্তর মোহাম্মদপুর জোন এনসিপি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শিয়া মসজিদের টোকিও স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় তাদের ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলপূর্ব সমাবেশে এনসিপির নেতারা বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় করছে তার সবগুলোর দরকার নেই, যেকোনো একটি অন্যায়ই যথেষ্ট এটিকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে। জার্মানের নাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। এখন পর্যন্ত আমাদের শহীদ ভাইদের রক্ত শুকায়নি অথচ এখনই তারা রাজপথে নামার সাহস করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের কোনোরকম আস্ফালন বাংলার মানুষ সহ্য করবে না।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, মোহাম্মদপুরে ২০-৩০ জন শহীদ হয়েছে। এখন পর্যন্ত তাদের গ্যাজেট যেমন প্রকাশ করা হয়নি, তেমনি খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী লীগকে মোহাম্মদপুরে গ্রেপ্তার করতে হলে আলাদা কোনো আইন দরকার নেই। তাদের নামে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করা হয়নি। যেই ছাত্র-জনতা মোহাম্মদপুর থেকে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীকে বিতাড়িত করেছে, সেই ছাত্র-জনতা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিচার নিশ্চিত করবে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, আমাদের বড় একটি রাজনৈতিক দল ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগের পক্ষ নেয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হউক তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব কেউ স্পষ্টভাবে বলে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগ হচ্ছে কালসাপ, এ কালসাপ আপনাদের ১৭ বছর ধ্বংসন করেছে, আপনারা যদি এ কালসাপ পুষেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধেও রাস্তায় দাঁড়াবো।
বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা আরও বলেন, আপনারা সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন না। আমরা দেখছি, আপনারা পুরাতন ফ্যাসিস্ট ব্যবস্থা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমরা সন্দেহ করছি, আপনারা যে পুরাতন ফ্যাসিস্ট ব্যবস্থায় বিগত ১৭ বছর নির্যাতিত হয়েছেন, ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দলকে, বিরোধী দলকে নিপীড়ন করার জন্য এই ব্যবস্থা রাখতে চান কী না।
এ সময় আরও উপস্থিত ছিলেন- শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফউদ্দিন মাহাদী, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, মোশফিকুর রহমান জোহান, কেন্দ্রীয় সদস্য মনজুর আল হাবিব প্রমুখ।
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
সোমবার বিকেলে মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মসজিদ চত্ত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে বৃহত্তর মোহাম্মদপুর জোন এনসিপি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শিয়া মসজিদের টোকিও স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় তাদের ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলপূর্ব সমাবেশে এনসিপির নেতারা বলেন, আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় করছে তার সবগুলোর দরকার নেই, যেকোনো একটি অন্যায়ই যথেষ্ট এটিকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে। জার্মানের নাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। এখন পর্যন্ত আমাদের শহীদ ভাইদের রক্ত শুকায়নি অথচ এখনই তারা রাজপথে নামার সাহস করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের কোনোরকম আস্ফালন বাংলার মানুষ সহ্য করবে না।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, মোহাম্মদপুরে ২০-৩০ জন শহীদ হয়েছে। এখন পর্যন্ত তাদের গ্যাজেট যেমন প্রকাশ করা হয়নি, তেমনি খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী লীগকে মোহাম্মদপুরে গ্রেপ্তার করতে হলে আলাদা কোনো আইন দরকার নেই। তাদের নামে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করা হয়নি। যেই ছাত্র-জনতা মোহাম্মদপুর থেকে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীকে বিতাড়িত করেছে, সেই ছাত্র-জনতা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিচার নিশ্চিত করবে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, আমাদের বড় একটি রাজনৈতিক দল ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগের পক্ষ নেয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হউক তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব কেউ স্পষ্টভাবে বলে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগ হচ্ছে কালসাপ, এ কালসাপ আপনাদের ১৭ বছর ধ্বংসন করেছে, আপনারা যদি এ কালসাপ পুষেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধেও রাস্তায় দাঁড়াবো।
বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা আরও বলেন, আপনারা সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন না। আমরা দেখছি, আপনারা পুরাতন ফ্যাসিস্ট ব্যবস্থা সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমরা সন্দেহ করছি, আপনারা যে পুরাতন ফ্যাসিস্ট ব্যবস্থায় বিগত ১৭ বছর নির্যাতিত হয়েছেন, ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দলকে, বিরোধী দলকে নিপীড়ন করার জন্য এই ব্যবস্থা রাখতে চান কী না।
এ সময় আরও উপস্থিত ছিলেন- শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফউদ্দিন মাহাদী, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, মোশফিকুর রহমান জোহান, কেন্দ্রীয় সদস্য মনজুর আল হাবিব প্রমুখ।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
১ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৫ ঘণ্টা আগে