ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা: কাস্টমস কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৯: ১৯

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হওয়া বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিওকর্মী হাসিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে যশোরের বেনাপোল কাস্টমস হাউস এলাকায় অভিযানে তারা ধরে পড়েন।

দুদক জানায়, রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার সরকারি কর্মকর্তা হয়েও ক্ষমতার অপব্যবহার করে শুল্কায়নে সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে অবৈধ সুবিধা দেয়ার বিনিময়ে ঘুষ আদায় করতেন। সহযোগী হাসিবুর রহমান তার হয়ে ঘুষের টাকা সংগ্রহ করতেন। সোমবার বিকেলে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিবুর রহমানকে দুদক টিম আটক করে। এরপর মঙ্গলবার দুপুরে যশোর শহরের কারবালা রোড এলাকা থেকে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকেও গ্রেপ্তার করে দুদক। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

দুদক আরও জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে যশোরের বিজ্ঞ জেলা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত