আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আহত

স্টাফ রিপোর্টার
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আহত

রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল সরদার (৪০) নামে রামপুরা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় আহত জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রামপুরা কাঁচাবাজার এলাকায় জুয়েলসসহ আমরা কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম।

বিজ্ঞাপন

এ সময় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আট থেকে ১০ জন যুবক এসে জুয়েলের কাছে জানতে চান হিমেল নামে কাউকে চেনে কিনা। উত্তরে জুয়েল জানায়- এ নামের কাউকে সে চিনে না।

এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকেরা জুয়েলের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রামপুরা থেকে রাতের দিকে এক ব্যক্তিকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। আমরা ওই ব্যক্তির কাছে জানতে পেরেছি তিনি রামপুরা থানার বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

জানা গেছে, জুয়েল বরিশালের মুলাদী উপজেলার রামচর গ্রামের হাকিম সরদারের ছেলে। বর্তমানে পূর্ব রামপুরায় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন