স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী ৩০ মামলার আসামি আবুল কালামকে অস্ত্র,গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। পরপর ৩টি অভিযান চালিয়ে শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
মঙ্গলবার কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব ১১র অধিনায়ক লে.কর্নেল এইচ এম সাজ্জাদ এসব কথা জানান।
কর্নেল এইচ এম সাজ্জাদ জানান , র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি চলমান ছিল। এরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আবুল কালামকে অস্ত্র,গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়।
সাজ্জাদ মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে বলেন, গত ২৫ আগস্ট ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫টার সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা ও গুয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পের পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে ০১টি অভিযান পরিচালনার করার জন্য রওনা করেন। অভিযান পরিচালনাকালে সরকারি স্পিডবোড যোগে গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের অন্তর্গত জামালপুরের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পৌঁছামাত্র পুলিশ সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে নয়ন-পিয়াস এবং গ্রেপ্তারকৃত আসামী আবুল কালামের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন ডাকাত সদস্য ০৪-০৫ টি হাইস্পিডি ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং চর্তুদিক হতে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পুলিশের বাধার মুখে পতিত হয়ে ডাকাত সদস্যরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি করে আসছে নয়ন, পিয়াস ও আবুল কালাম বাহিনীর সদস্যরা। গত এক বছরে নদীতে কয়েক দফা গোলাগুলিতে স্থানীয় কয়েকজন তাদের হাতে খুন হন। তাদের ভয়ে এলাকার শতাধিক পরিবার গ্রামছাড়া হয়েছিল। এর প্রেক্ষিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোর ০৫৪১০ ঘটিকার সময় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা,গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সদস্য ও হত্যা, ডাকাতি, মাদক অপহরণসহ ৩০ মামলার আসামি মেঘনার শীর্ষ নৌ-ডাকাত মো. আবুল কালামকে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন মোল্লাকান্দি হতে আটক করতে সক্ষম হয়েছে এবং আসামির হেফাজত হতে ০১টি পাইপগান, ০২ টি বুলেট, ০১ টি টাকা গণনার মেশিন, বিভিন্ন দেশের মুদ্রা সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, মো. আবুল কালাম এর নামে মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় ৩টি হত্যা, ১টি ডাকাতি, ০৪টি বিস্ফোরক, ১টি চাঁদাবাজি, ৩টি মাদক, ১৮টি অন্যান্য মামলাসহ মোট ৩০টি মামলা রয়েছে।
এছাড়াও গত ২৮ আগস্ট, ৩ সেপ্টেম্বর এবং ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে র্যাব-১১ কর্তৃক পৃথক ৩টি অভিযানে এই ঘটনার সাথে জড়িত আরো ৫ জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী ৩০ মামলার আসামি আবুল কালামকে অস্ত্র,গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। পরপর ৩টি অভিযান চালিয়ে শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
মঙ্গলবার কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব ১১র অধিনায়ক লে.কর্নেল এইচ এম সাজ্জাদ এসব কথা জানান।
কর্নেল এইচ এম সাজ্জাদ জানান , র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি চলমান ছিল। এরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আবুল কালামকে অস্ত্র,গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়।
সাজ্জাদ মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে বলেন, গত ২৫ আগস্ট ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫টার সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা ও গুয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পের পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে ০১টি অভিযান পরিচালনার করার জন্য রওনা করেন। অভিযান পরিচালনাকালে সরকারি স্পিডবোড যোগে গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের অন্তর্গত জামালপুরের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পৌঁছামাত্র পুলিশ সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে নয়ন-পিয়াস এবং গ্রেপ্তারকৃত আসামী আবুল কালামের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন ডাকাত সদস্য ০৪-০৫ টি হাইস্পিডি ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং চর্তুদিক হতে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পুলিশের বাধার মুখে পতিত হয়ে ডাকাত সদস্যরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি করে আসছে নয়ন, পিয়াস ও আবুল কালাম বাহিনীর সদস্যরা। গত এক বছরে নদীতে কয়েক দফা গোলাগুলিতে স্থানীয় কয়েকজন তাদের হাতে খুন হন। তাদের ভয়ে এলাকার শতাধিক পরিবার গ্রামছাড়া হয়েছিল। এর প্রেক্ষিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোর ০৫৪১০ ঘটিকার সময় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা,গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সদস্য ও হত্যা, ডাকাতি, মাদক অপহরণসহ ৩০ মামলার আসামি মেঘনার শীর্ষ নৌ-ডাকাত মো. আবুল কালামকে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন মোল্লাকান্দি হতে আটক করতে সক্ষম হয়েছে এবং আসামির হেফাজত হতে ০১টি পাইপগান, ০২ টি বুলেট, ০১ টি টাকা গণনার মেশিন, বিভিন্ন দেশের মুদ্রা সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, মো. আবুল কালাম এর নামে মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় ৩টি হত্যা, ১টি ডাকাতি, ০৪টি বিস্ফোরক, ১টি চাঁদাবাজি, ৩টি মাদক, ১৮টি অন্যান্য মামলাসহ মোট ৩০টি মামলা রয়েছে।
এছাড়াও গত ২৮ আগস্ট, ৩ সেপ্টেম্বর এবং ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে র্যাব-১১ কর্তৃক পৃথক ৩টি অভিযানে এই ঘটনার সাথে জড়িত আরো ৫ জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
১ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৫ ঘণ্টা আগে