আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজদের অপসারণ দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজদের অপসারণ দাবিতে মানববন্ধন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও চাকরি বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে গাজীপুর মহানগর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মো. মিন্টু মিয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. কর্নেল দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের আহসান হাবিব। বক্তব্য রাখেন এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, ইসলামী আন্দোলনের মাওলানা খাইরুল ইসলাম, ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতা মো. সাইফুল আলম চৌধুরী, নাগরিক ঐক্যের মো. কামাল উদ্দিন, বিপ্লবী ওয়াকার্স পার্টির মো. আবু হানিফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মো. সোহেল মিয়া, রাশেদ সরদার, এনামুল হক, হারুন হাওলাদারসহ ১৪টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

প্রধান অতিথি দিদারুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতা রক্ত দিয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করার জন্য। অথচ আজ সেই দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গত ১৫ বছরে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এখনো সেই দুর্নীতিবাজরা বহাল তবিয়তে আছে। যতদিন তাদের অপসারণ না হবে, ততদিন আন্দোলন চলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...