আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসির শাটল বাস সার্ভিসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসির শাটল বাস সার্ভিসের উদ্বোধন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসি শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

গতকাল শনিবার এই শাটল বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিসি’র পরিচালকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিআরটিসি শাটল বাস সার্ভিস শনিবার শুরু হলো। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে বিআরটিসি শাটল বাস সার্ভিস মেলার সমাপনী দিন পর্যন্ত চলবে।

বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণের যাত্রাকে সহজ করতে এবার অনলাইন ও অফলাইন দুইভাবেই টিকিট সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসি’র ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইন এ টিকিট প্রাপ্তির ঠিকানা :www.brtc.gov.bd

বিরতি স্থান (স্টপেজ): বাণিজ্য মেলার উদ্দেশ্যে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসি’র শাটল বাস চলাচল করবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে যাবে রাত ১১টায়।

ভাড়া: কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে মেলা প্রাঙ্গণ ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) মেলা প্রাঙ্গণ ৭৫ টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন