ঢাকাস্থ নাসিরনগর সমিতির ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৯: ৩৮

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মাহফিল।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপ-প্রেস সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

বিজ্ঞাপন

ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি প্রফেসর ডা. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক রাষ্ট্রদূত শফিউদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান মামুন, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, সাবেক সচিব সঞ্চয় ভৌমিক, সৈয়দ শরীফ, ডা. সামছুল হক কিবরিয়া চৌধুরী পাভেল, অধ্যক্ষ রমজান আলী, আলী আযম চৌধুরী, আব্দুল ওয়াদুদ ও সৈয়দ শাহীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত