আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারওয়ান বাজার ও দিলু রোডের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

কারওয়ান বাজার ও দিলু রোডের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি

রাজধানীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারওয়ান বাজার রেলগেটের কাছে ঝুপড়ি ঘর এবং মগবাজারের দিলু রোডের একটি বহুতল ভবনে বৃহস্পতিবার রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান রাত সোয়া ১০টার দিকে জানান, স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। দুটি ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

তিনি জানান, রাত ৮টা ৫০ মিনিটে কারওয়ান বাজার রেলগেটের পাশে ঝুপড়ি ঘরে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনের একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। ফায়ার সার্ভিস সদস্যরা অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন