সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণসভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৫: ৪৫
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৫: ৪৬

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক, গবেষক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হক স্মরণে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে (জহুর হোসেন চৌধুরী হল) এক স্মরণসভার আয়োজন করা হয় ।

শনিবার উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক,সাবেক চেয়ারম্যান এবং গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান ।

বিজ্ঞাপন

অনন্য সাহিত্য ও সংস্কৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সিরাজুল হকের বড় জামাতা বিশিষ্ট কবি ও সাংবাদিক এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন —ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ, অধ্যাপক ড. আবদুস সবুর খান,

বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ও নজরুল ইনস্টিটিউটের শিক্ষক সঙ্গীতজ্ঞ সালাউদ্দিন আহমেদ৷ বিশিষ্ট ব‍্যবসায়ী ও সাপ্তাহিক বিক্রম পত্রিকার সাবেক সম্পাদক হাফেজ সুলতান আহমদ,জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এলাহী নেওয়াজ খান ।

এছাড়াও অধ্যাপক সিরাজুল হকের পরিবারের সদস্যগণ, বিশিষ্ট সাংবাদিক এবং শিক্ষকবৃন্দ,মিডিয়া কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন৷

স্মরণসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল হকের পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজী৷

তারপর উক্ত সভায় অধ্যাপক সিরাজুল হক-এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী সুজন পারভেজ৷

ড. মুমিত আল রশিদ তার বিশ্ববিদ্যালয় জীবনে অধ্যাপক সিরাজুল হকের সাথে কাটানো স্মৃতিগুলো স্মরণ করেন৷ মুমিত আল রশিদ বলেন, ছাত্রাবস্থায় তিনি অধ্যাপক সিরাজুল হকের পরামর্শেই প্রথম লেখালিখি শুরু করেন৷অধ্যাপক সিরাজুল হক তাকে সবসময় লেখালেখিসহ জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদান করতেন বলে তিনি উল্লেখ করেন৷

এবিএম সালেহ উদ্দীন উক্ত অনুষ্ঠানটি সাফল্যের পেছনে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বন্ধুবর আইউব ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক স্নেহভাজন ড. মুহিত আল রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম খলিল এবং স্নেহভাজন ড. তারিক সিরাজীর বিশেষ ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত