আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

আমার দেশ অনলাইন

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ৫ তলায় আগুন লাগার ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। শনিবার সকাল ৯টার পর আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কলেকজন দোকান মালিক গণমাধ্যমকে জানান, পঞ্চম তলায় প্রথমে একটি দোকানে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়েছে কয়েকটি দোকানে। তিনি আরও জানান, উপরে প্রচুর ধোঁয়া থাকায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।

agun-5

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। তারা উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন