আমার দেশ-এর প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১১
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ২৭

দৈনিক আমার দেশ-এর নতুন পথচলার মাসখানেকের মাথায় ভাষার মাস ফেব্রুয়ারিতে শুরু হয়েছে প্রতিনিধি সম্মেলন। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত পত্রিকার প্রেসে প্রথম ধাপের সম্মেলন শেষ হয়েছে।

বিজ্ঞাপন

এ ধাপে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালীসহ ২৩টি জেলা, উপজেলা ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এদিন বেলা ১১টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, আমার দেশ-এর পরিচালক শাকিল ওয়াহেদ, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামাল ও মফস্বল ইনচার্জ আবু দারদা জোবায়ের, সার্কুলেশন ম্যানেজার শামসুর রহমান প্রমুখ।

amardesh-1

স্বাগত বক্তব্যে আবু দারদা জোবায়ের বলেন, নবযাত্রায় পথচলার এক মাস পার করল আমার দেশ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমার দেশকে নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল গত এক মাসে আমরা তার কতটা পূরণ করতে পেরেছি- দেশের মানুষ, আমাদের পাঠক ও দর্শকরা তা মূল্যায়ন করবেন।

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলে একযুগ পর ২০২৪ সালের ২২ ডিসেম্বর আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়।

amardesh

এর আগে সবশেষ ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারওয়ান বাজারে বিএসইসি ভবনের ১১ তলার পত্রিকা অফিস থেকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁওয়ে পত্রিকার প্রেস পুলিশ দিয়ে জোর করে তালাবদ্ধ করে দিয়ে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দিয়েছিল স্বৈরাচার হাসিনা সরকার। তারও আগে ২০১০ সালের ১ জুন প্রথম দফায় আমার দেশ বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার। হাসিনা সরকারের ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ে ২০০৯ সালের ডিসেম্বরে হাসিনাপুত্র জয়ের দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে রোষানলে পড়ে আমার দেশ।

পত্রিকাটি দুই দফায় বন্ধের পাশাপাশি সম্পাদক মাহমুদুর রহমানকেও দুই দফায় সাড়ে পাঁচ বছর জেলে কাটাতে হয়েছে। নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে ছয় বছর। কিন্তু স্বৈরাচারের সঙ্গে তিনি আপস করেননি। আমার দেশ-এর নবযাত্রায় আলোচিত ও পাঠকপ্রিয় সব সংবাদ দিয়ে এরইমধ্যে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত