ভারত সফরে গিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পুরো সফরে কলকাতার কাণ্ড বাদ দিলে দুর্দান্ত কেটেছে আর্জেন্টাইন তারকার। এবার মেসি-কাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছেন অরূপ বিশ্বাস। যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় শুরু থেকেই তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। যেই কারণে নিজ থেকেই সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন অরূপ। মুখ্যমন্ত্রী তার চিঠি অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
অরূপের লেখা বলে যে চিঠি তুলে ধরেছেন কুণাল, তাতে লেখা হয়েছে, 'শ্রদ্ধেয়া দিদি, আমার প্রণাম নেবেন। গত ১৩ ডিসেম্বর মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশাকরি আপনি আমার এই অনুরোধ রাখবেন'।
উল্লেখ্য, মেসি কলকাতা সফরে ১০ মিনিটও মাঠে থাকেননি। দর্শকরা তাকে দেখতে না পেরে ক্ষোভে ফেটে পড়ে। তাদের ক্ষোভের আরেক কারণ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিও সেসময় মঠে উপস্থিত ছিলেন। পুরোটা সময় মেসির সঙ্গে একেবারে সেটে থাকতে দেখা যায় অরূপকে। এমনকি অভিযোগ ওঠে, নিজের পরিবার-পরিজনদেরও মাঠে মেসির পাশে হাজির করান অরূপ। ফলে গোটা অব্যবস্থার জন্য অরূপকে দায়ী করছেন অনেকেই। দলের অন্দরেও তীব্র অসন্তোষ ধরা পড়ছিল।

