ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ জন, ফেল ১১ জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৯: ২৯

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ জন শিক্ষার্থী, আর ফেল করেছে মাত্র ১১ জন। তিনটি বিভাগেই (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) এই সাফল্য অর্জিত হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৩৫ জন এবং ফেল করেছে ১ জন। বিভাগটিতে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন শিক্ষার্থী।

মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেয় ১৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১২৯ জন এবং ফেল করেছে ৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।

এবছর সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। এখানে পরীক্ষায় অংশ নেয় ৮৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬৩ জন পাস করেছে এবং ফেল করেছে ৪ জন। বিভাগটিতে সর্বোচ্চ ৭৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়। এ বছর সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আব্দুর রশিদ বলেন, “এবারের প্রশ্ন ছিল যথেষ্ট মানসম্মত। আমি পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিলাম। রেজাল্ট দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।”

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শরিফুল ইসলাম রাফি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য দারুণ এক স্বস্তির দিন। সবাই চিন্তিত ছিলাম, আল্লাহর রহমতে প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি। আমি সত্যিই আবেগাপ্লুত।”

তবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক কম ফলাফল পাওয়ায় কিছুটা হতাশ। মানবিক বিভাগের শিক্ষার্থী ফাহমিদুল ইসলাম বলেন, “আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের বিভাগের ফলাফল অন্যান্য বিভাগের তুলনায় কম। মনে হচ্ছে খাতা মূল্যায়নে কড়াকড়ি করা হয়েছে।”

অন্যদিকে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের আবেদন আগামীকাল (১৭ অক্টোবর) থেকে শুরু হবে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত