
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ জন শিক্ষার্থী, আর ফেল করেছে মাত্র ১১ জন। তিনটি বিভাগেই (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) এই সাফল্য অর্জিত হয়েছে।
ঢাকা কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৩৫ জন এবং ফেল করেছে ১ জন। বিভাগটিতে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন শিক্ষার্থী।
মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেয় ১৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১২৯ জন এবং ফেল করেছে ৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।
এবছর সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। এখানে পরীক্ষায় অংশ নেয় ৮৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬৩ জন পাস করেছে এবং ফেল করেছে ৪ জন। বিভাগটিতে সর্বোচ্চ ৭৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়। এ বছর সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আব্দুর রশিদ বলেন, “এবারের প্রশ্ন ছিল যথেষ্ট মানসম্মত। আমি পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিলাম। রেজাল্ট দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।”
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শরিফুল ইসলাম রাফি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য দারুণ এক স্বস্তির দিন। সবাই চিন্তিত ছিলাম, আল্লাহর রহমতে প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি। আমি সত্যিই আবেগাপ্লুত।”
তবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক কম ফলাফল পাওয়ায় কিছুটা হতাশ। মানবিক বিভাগের শিক্ষার্থী ফাহমিদুল ইসলাম বলেন, “আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের বিভাগের ফলাফল অন্যান্য বিভাগের তুলনায় কম। মনে হচ্ছে খাতা মূল্যায়নে কড়াকড়ি করা হয়েছে।”
অন্যদিকে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের আবেদন আগামীকাল (১৭ অক্টোবর) থেকে শুরু হবে।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ জন শিক্ষার্থী, আর ফেল করেছে মাত্র ১১ জন। তিনটি বিভাগেই (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) এই সাফল্য অর্জিত হয়েছে।
ঢাকা কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৩৫ জন এবং ফেল করেছে ১ জন। বিভাগটিতে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন শিক্ষার্থী।
মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেয় ১৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১২৯ জন এবং ফেল করেছে ৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।
এবছর সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। এখানে পরীক্ষায় অংশ নেয় ৮৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬৩ জন পাস করেছে এবং ফেল করেছে ৪ জন। বিভাগটিতে সর্বোচ্চ ৭৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়। এ বছর সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আব্দুর রশিদ বলেন, “এবারের প্রশ্ন ছিল যথেষ্ট মানসম্মত। আমি পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিলাম। রেজাল্ট দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।”
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শরিফুল ইসলাম রাফি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য দারুণ এক স্বস্তির দিন। সবাই চিন্তিত ছিলাম, আল্লাহর রহমতে প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি। আমি সত্যিই আবেগাপ্লুত।”
তবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক কম ফলাফল পাওয়ায় কিছুটা হতাশ। মানবিক বিভাগের শিক্ষার্থী ফাহমিদুল ইসলাম বলেন, “আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের বিভাগের ফলাফল অন্যান্য বিভাগের তুলনায় কম। মনে হচ্ছে খাতা মূল্যায়নে কড়াকড়ি করা হয়েছে।”
অন্যদিকে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের আবেদন আগামীকাল (১৭ অক্টোবর) থেকে শুরু হবে।

আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর এই মারকাজ থেকেই সব বাতেল বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানিয়ে তিনি বলেন, আমরা কাদিয়ানীদেরকে অ
৪ ঘণ্টা আগে
‘বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীনবিরোধী তৎপরতা’ শীর্ষক খবরে আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীর স্থলে অনিচ্ছাকৃতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মুফতি মাসুম বিল্লাহর ছবি ছাপা হয়েছে।
৫ ঘণ্টা আগে
শিক্ষকরা বলেন, আমরা দীর্ঘদিন থেকে বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। বর্তমানে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছি। তাদের দাবি— সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে হবে।
৬ ঘণ্টা আগে
ঢাকা শহরের পুলিশ বক্সগুলো এখন নতুন ও আধুনিক ডিজাইনে সেজে উঠছে। পথচারীদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এই নতুন ডিজাইনের বক্সগুলোর নিচের অংশ খোলা রাখা হয়েছে। এই মাসেই আগারগাঁওয়ে একটি নতুন পুলিশ বক্সের উদ্বোধন করা হবে।
৬ ঘণ্টা আগে