প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৪৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত ৬৫৩১ শিক্ষকের যোগদানের দাবিতে মহাসমাবেশ চলছে। দীর্ঘ ১১ দিনের লাগাতার কর্মসূচির ধারাবাহিকতায় রোববার সকাল ৯ টা থেকে এই সমাবেশ শুরু হয়।

এসময় নিয়োগ প্রত্যাশীরা জানান, প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা যোগদান করে চাকরি করছেন। আর আমরা কেন যোগদান করতে পারবো না?

বিজ্ঞাপন

পুলিশ দিয়ে পিটিয়ে আমাদের দমান করা যাবে না। আমাদের দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।

এ মহা সমাবেশে সারা দেশের ২১ জেলা থেকে নিয়োগ প্রত্যাশীরা যোগ দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত