ওলামাদের জঙ্গি মামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২০: ০৯

ওলামাদের নামে ভুয়া জঙ্গি মামলা করার অভিযোগ এনে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। শুক্রবার বাদজুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মিছিলে আগে সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, আসিফ আদনান রেজাউল করিম আবরাররা বাংলাদেশের সুনাগরিক, তারা জঙ্গি নয়। দেশের কোথাও সন্ত্রাসী কোন কার্যক্রম করেছে বলে কোন প্রমাণ নেই। ফ্যাসিস্ট স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য ওলামায়ে কেরামের নামে ভুয়া জঙ্গি মামলা করা হয়েছে। দেশের সাধারণ জনগণ তাদের এ ষড়যন্ত্র কখনো মেনে নেবে না।

তিনি বলেন, দেশের নিরপরাধ ওলামায়ে কেরাম যদি জঙ্গি হয় তাহলে দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা খুন ধর্ষণ সহ সন্ত্রাসী কার্যকলাপ যারা করে তারা কারা, তারা কি জঙ্গি নয়? গোপালগঞ্জে এনসিপি নেতাদের পর সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে তারা কি জঙ্গি নয়? ওলামায়ে কেরামের ওপর যে ভুয়া জঙ্গি মামলা করা হয়েছে অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে গরক। তা নাহলে দেশের জনগণ দুর্বার কোন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতা মাওলানা আহমদ রফিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আসিফ আদনান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা মুহাম্মাদ হোসেন আকন্দ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত