আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বিরুদ্ধে গত ৯ বছরে দেশের বিভিন্ন জেলায় ৫৩টির মতো প্রশ্নবিদ্ধ জঙ্গি নাটকের অভিযোগ রয়েছে। ফলে পুলিশের এসব অভিযান বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল। যখন কোনো স্থানে জঙ্গি অভিযান পরিচালনা করা
বাংলাদেশে গত দেড় দশক ধরে চালানো তথাকথিত জঙ্গিবিরোধী অভিযানগুলো মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস, জাতীয় নির্বাচন অথবা রাজনৈতিক উত্তেজনার আগমুহূর্তে হঠাৎ দেশের বিভিন্ন প্রান্তে ‘জঙ্গি আস্তানা’র সন্ধান, ‘বড় হামলা নস্যাৎ করা হয়েছে’Ñএমন খবর প্রচার করা হতো।
২০২৪ সালের ৫ আগস্ট ইসলামি জঙ্গিরা বাংলাদেশে ক্ষমতা দখল করেছে। এক্ষেত্রে ভূমিকা রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি শক্তি। জুলাই-আগস্টের ঘটনা এবং পরবর্তী সময়ে হাজার হাজার সংখ্যালঘু হিন্দু ও আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।