পাকিস্তানে পৃথক ঘটনায় নিহত ৩৭

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৭: ৩২

পাকিস্তানে পৃথক দুইটি ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে কমপক্ষে ৩০ জন ‘জঙ্গি’কে হত্যা করার দাবি করেছে পাক সেনাবাহিনী। দেশটির উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত অঞ্চলে গত তিন দিন ধরে চলা অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, নিহত ব্যক্তিরা পাকিস্তান তালেবান (টিটিপি) কিংবা তাদের সহযোগী জঙ্গি সংগঠনের সদস্য। তারা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে হামলার চেষ্টা করছিল।

এছাড়াও, বিবৃতিতে ভারতের দিকেও অভিযোগের আঙুল তোলা হয়। বলা হয়, এসব জঙ্গি তৎপরতায় ভারতের প্রত্যক্ষ মদদ রয়েছে।

এদিকে করাচির লিয়ারিতে বহুতল ভবন ধসে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

শুক্রবার করাচির মেয়র মুর্তজা ওয়াহাব নিশ্চিত করেছেন, করাচির লিয়ারির বাগদাদি এলাকায় পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে তারা নিহত। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার তৎপরতা চলছে।

প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ধ্বংসাবশেষের নিচে আরো মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত