বিশেষ প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
রোববার রাত ৭টার পর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ। তিনি রাত সাড়ে ৮টায় ফিরোজা থেকে বের হন।
সাক্ষাতে তিনি তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি বিএনপি চেয়ারপারসনকে অবহিত করেন তিনি।
অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক জানান, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কর্নেল অলি আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।
পরে সাক্ষাৎ প্রসঙ্গে অলি আহমদ বলেন, আমি ম্যাডামকে বলেছি, বিভিন্ন পক্ষ তাদের নানান দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামছে। এর প্রেক্ষিতে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। কেউ কারো কথা শুনছে না। প্রত্যেকে মনে করছে, এটাই হলো উৎকৃষ্ট সময়, আমার যা দাবি-দাওয়া তা এখনই আদায় করতে হবে, পেতে হবে। ম্যাডাম আমার কথা শুনেছেন, তবে এ বিষয়ে কোনো কিছু বলেননি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যাডাম সম্প্রতি লন্ডন থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। সেখানে উন্নত চিকিৎসার পরে তাকে অধিক আত্মবিশ্বাসী এবং শারীরিকভাবে ভাল দেখলাম।
এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে ৫ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে সে সময় দীর্ঘ ৩০ মিনিট আলোচনা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
রোববার রাত ৭টার পর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ। তিনি রাত সাড়ে ৮টায় ফিরোজা থেকে বের হন।
সাক্ষাতে তিনি তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি বিএনপি চেয়ারপারসনকে অবহিত করেন তিনি।
অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক জানান, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কর্নেল অলি আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।
পরে সাক্ষাৎ প্রসঙ্গে অলি আহমদ বলেন, আমি ম্যাডামকে বলেছি, বিভিন্ন পক্ষ তাদের নানান দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামছে। এর প্রেক্ষিতে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। কেউ কারো কথা শুনছে না। প্রত্যেকে মনে করছে, এটাই হলো উৎকৃষ্ট সময়, আমার যা দাবি-দাওয়া তা এখনই আদায় করতে হবে, পেতে হবে। ম্যাডাম আমার কথা শুনেছেন, তবে এ বিষয়ে কোনো কিছু বলেননি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যাডাম সম্প্রতি লন্ডন থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। সেখানে উন্নত চিকিৎসার পরে তাকে অধিক আত্মবিশ্বাসী এবং শারীরিকভাবে ভাল দেখলাম।
এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে ৫ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে সে সময় দীর্ঘ ৩০ মিনিট আলোচনা হয়।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৫ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৯ ঘণ্টা আগে