আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন কর্নেল অলি

বিশেষ প্রতিনিধি
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন কর্নেল অলি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

রোববার রাত ৭টার পর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ। তিনি রাত সাড়ে ৮টায় ফিরোজা থেকে বের হন।

বিজ্ঞাপন

সাক্ষাতে তিনি তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি বিএনপি চেয়ারপারসনকে অবহিত করেন তিনি।

অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক জানান, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কর্নেল অলি আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

পরে সাক্ষাৎ প্রসঙ্গে অলি আহমদ বলেন, আমি ম্যাডামকে বলেছি, বিভিন্ন পক্ষ তাদের নানান দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামছে। এর প্রেক্ষিতে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। কেউ কারো কথা শুনছে না। প্রত্যেকে মনে করছে, এটাই হলো উৎকৃষ্ট সময়, আমার যা দাবি-দাওয়া তা এখনই আদায় করতে হবে, পেতে হবে। ম্যাডাম আমার কথা শুনেছেন, তবে এ বিষয়ে কোনো কিছু বলেননি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যাডাম সম্প্রতি লন্ডন থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। সেখানে উন্নত চিকিৎসার পরে তাকে অধিক আত্মবিশ্বাসী এবং শারীরিকভাবে ভাল দেখলাম।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে ৫ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে সে সময় দীর্ঘ ৩০ মিনিট আলোচনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন