উত্তরায় গ্যাস সিলিন্ডার থেকে রেস্টুরেন্টে আগুন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪২

রাজধানীর উত্তরায় গ্যাস সিলিন্ডারের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আল আমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৪টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ২৩ নম্বর প্লটে জামাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা-ব্যাপী স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এতে রেস্টুরেন্টের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মার্কেট ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, রেস্টুরেন্টে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। আমরা মালিককে একাধিকার সতর্ক করেছিলাম, কিন্তু তিনি অনিরাপদভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না চালিয়ে গেছেন।

পার্শ্ববর্তী দোকানি আব্দুর রহিম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমি এবং আরও কয়েকজন দোকানদার নিজেদের দোকানের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সহায়তা করি। সবাই এগিয়ে আসার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ঘটনার সময় মার্কেটে বিভিন্ন ধরনের দোকান খোলা থাকলেও স্থানীয়দের তৎপরতায় আগুন অন্য দোকানে ছড়াতে পারেনি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত