আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবারের বইমেলা মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে: অধ্যাপক আবুল কাসেম

ঢাবি সংবাদদাতা
এবারের বইমেলা মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে: অধ্যাপক আবুল কাসেম

২০২৪ সালে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়ের পর মুক্ত পরিবেশে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

শনিবার অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, অমর একুশে বইমেলা আমাদের জাতীয় সংস্কৃতির পরিচায়ক। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে, একটি জাতির জীবনে এমন সুযোগ বারবার আসে না। তাই এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তরুণদের সাথে নতুন বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে জয়যুক্ত হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মুক্ত পরিবেশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে মন্তব্য করে এসময় তিনি আরো বলেন, 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'- এই অমোঘ ধারণাকে বুকে ধারণ করে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের ব্যানারে ১৯২৬ সালে সূচিত হয়েছিল 'বুদ্ধির মুক্তি আন্দোলন'। ২০২৪ সালে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়ের পর মুক্ত পরিবেশে এবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষের মাহেন্দ্রক্ষণে পরবর্তীকালের ঘটনাবলির প্রেক্ষাপটে নতুন চিন্তা-চেতনা ও কর্মধারা দেখা যাবে।

এসময় অধ্যাপক আবুল কাসেম আরো বলেন, প্রধান উপদেষ্টা একজন খ্যাতিমান লেখক। অমর একুশে বইমেলায় তিনি আমাদের লেখক, পাঠক ও প্রকাশকদের অনুপ্রাণিত করেছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।

বাংলা একাডেমির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নানাপ্রতিকূলতার মধ্যেও বাংলা একাডেমি তাদের কাজ সম্পন্ন করেছে। বিভিন্ন ধরনের অভিধান প্রণয়ন তার মধ্যে উল্লেখযোগ্য। তবে অনুবাদ ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এসব কাজের জন্য জন্য বাংলা একাডেমির পর্যাপ্ত অর্থ প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন