বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে জুলাই বিপ্লবের প্রতি অব্যাহত বিষেদাগার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কটূক্তি করে আদালত অবমাননার দায়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি)।
সংগঠনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. নুর নবীর সভাপতিত্বে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী এটর্নি জেনারেল আবদুল কাইয়ুম ভূঁইয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী উইং এর যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ সালা উদ্দিন, আগ্রাসন প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম আজম, আহসানিয়া মিশন কলেজের সহকারী অধ্যাপক রায়হান চৌধুরী, ডিবেট ফর বাংলাদেশ এর সাবেক সভাপতি মশিউর রহমান মিশন প্রমুখ।
প্রধান অতিথি আবদুল কাইয়ুম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশকে গোলামীর শৃঙ্খল মুক্ত করে প্রকৃত স্বাধীনতার স্বাদ দিয়েছে। অথচ জুলাইকে নিয়ে লাগাতার তুচ্ছতাচ্ছিল্য এবং হেয়প্রতিপন্ন করে যাচ্ছেন ফজলুর রহমান। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত স্পষ্ট অডিও, ভিডিও এবং তথ্য প্রমাণের ভিত্তিতে খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রদান করে।
সেই বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শেখ হাসিনার জন্য দরদ থাকলে সে ডিফেন্স লইয়ার হতে পারতো। আইনের পথে না হেঁটে রায়ের বিরুদ্ধে বিষেদাগার স্পষ্ট আদালত অবমাননার শামিল। অবিলম্বে তাকে বহিস্কার করে আইনের হাতে সোপর্দ করার জন্য বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. নুর নবী বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের মানুষের উপর দৈত্যের মতো চেপে থাকা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়ে বহু মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে।
সেই অরাজকতা থেকে মুক্তি দিয়েছে জুলাই বিপ্লব। অথচ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের শোকজ খাওয়া উপদেষ্টা ফজলুর রহমান জুলাইকে কটূক্তি করে অনবরত বক্তব্য দিয়ে যাচ্ছে। উল্টাপাল্টা বক্তব্যের জন্য দলীয় শোকজ থাকা অবস্থায় তাকে বিএনপি নমিনেশন দিয়েছে।
আমরা জানতে চাই, বিএনপির নমিনেশন দেওয়ার লোকের কি অভাব পড়েছে? সর্বশেষ জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ হত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় নিয়েও স্বভাবজাত খিস্তিখেউড় চালিয়ে যাচ্ছেন তিনি। আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে তাকে আদালত অবমাননার দায়ে গ্রেফতার করা হোক। দ্রুত তার নমিনেশন বাতিল করে তাকে দল থেকে বহিস্কার করার জন্য আমরা তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপিটি মিডিয়া সেলের সদস্য সদস্য জাফর আহমেদ, ইঞ্জিনিয়ার মোহেব্বুর রহমান সুমন, আবদূর রহমান ফয়সাল, ফজলুল্লাহ তারেকসহ অনেকেই।

