রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে শাইতলীতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার ভূমিকম্পের পর এ দুর্ঘটনা ঘটে।
বংশাল থানার ডিউটি অফিসার জানান, ভূমিকম্পের কম্পনে কসাইটুলিতে একটি পুরোনো পাঁচতলা ভবনের সামনের রেলিংটি হঠাৎ ভেঙে রাস্তার ওপর দিয়ে হাঁটা তিন পথচারীর ওপর আছড়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বংশাল থানার ওসি বলেন, ভূমিকম্পে পুরান ঢাকার কসাইটুলিতে বিল্ডিং এর রেলিং ধ্বসে তিন পথচারী নিহত হয়েছে।
তিনি বলেন, খবর পেয়ে বংশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভবনটি ঘিরে ফেলে। আশপাশের একই ধরনের পুরোনো ভবনগুলোর নিরাপত্তা ও ঝুঁকি মূল্যায়নে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা।

