আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক এমপি ছানোয়ারসহ ৩ আ.লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সাবেক এমপি ছানোয়ারসহ ৩ আ.লীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা থানাধীন জে ব্লকের ৯ নম্বর রোডে আওয়ামী লীগের হামলায় আহত হন মিঠুন ফকির। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন তিনি। ওই মামলায় ছানোয়ার, মুসা ও সালেককেও আসামি করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন