হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও ইনস্টিটিউটের হেমাটোলজি বিভাগের উদ্যোগে উদযাপন করা হয়েছে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস ২০২৫। বুধবার সকালে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন দেশের হেমাটোলজিস্ট, গবেষক, শিক্ষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল সাড়ে আটটায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালির উদ্বোধন করেন বিশিষ্ট হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. মো. জলিলুর রহমান এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। তারা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন। র্যালিটি সঞ্চালনা করেন হেমাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর। আরও বক্তব্য রাখেন বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মো. মনিরুল ইসলাম, হেমাটোলজি বিভাগের প্রধান ডা. একেএম মইনুল ইসলাম, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের প্রধান ডা. ফেরদৌসী বেগমসহ অন্যান্য বিশিষ্ট হেমাটোলজিস্টরা।
পরে সকাল ৯:৩০টায় ইনস্টিটিউটের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈজ্ঞানিক সেমিনার। সেমিনারের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. জলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাকিব উদ্দিন আহমেদ এবং ‘আটটি বিভাগীয় সদরে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল স্থাপন’ প্রকল্পের পরিচালক ডা. মো. তৌফিক হাসান ফিরোজ।
সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারের কার্যক্রম শুরু হয়। এরপর চারজন হেমাটোলজিস্ট তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
বিশেষজ্ঞ প্যানেল হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কর্নেল (অব.) ডা. আব্দুল হাই, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ এবং অধ্যাপক ডা. তাশমিম ফারহানা দীপ্তা।
সেমিনারে বক্তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশে এখন বিশ্বমানের ব্লাড ক্যান্সার চিকিৎসা সম্ভব। তারা আরও বলেন, রোগ নির্ণয়ে দেরি না করে দ্রুত হেমাটোলজিস্টের শরণাপন্ন হওয়াই উন্নত চিকিৎসার মূল চাবিকাঠি।

