স্টাফ রিপোর্টার
নবম পে-স্কেল দ্রুত ঘোষণাসহ ৫ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ তম গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় তারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, প্রজাতন্ত্রের ১৪ লাখ ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীর ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাঁরা আরও বলেন, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের পক্ষ থেকে দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত নবম পে-কমিশন গঠন করে বেতনবৈষম্য দূরীকরণ, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং অন্তর্বর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, অসংগতিপূর্ণ নিয়োগবিধি সংশোধন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ব্লকপোস্ট প্রথা বিলুপ্তি এবং আউটসোর্সিং ব্যবস্থা বাতিলের আহ্বান জানান তারা।
পাশাপাশি সচিবালয়ের মতো পদ-পদবি ও গ্রেড প্রদান, সকল ভাতা বৃদ্ধিসহ শতভাগ পেনশন হার, ঝুঁকিপূর্ণ ও টেকনিক্যাল কাজের জন্য অতিরিক্ত ভাতা প্রদান এবং রেলওয়ের অপ্রতুল রেশন ভাতা বাতিল করে বর্তমান বাজার অনুযায়ী রেশন সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. মিরাজুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে কার্যকরী সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
নবম পে-স্কেল দ্রুত ঘোষণাসহ ৫ দফা দাবি জানিয়েছে ১১ থেকে ২০ তম গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় তারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, প্রজাতন্ত্রের ১৪ লাখ ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীর ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাঁরা আরও বলেন, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের পক্ষ থেকে দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত নবম পে-কমিশন গঠন করে বেতনবৈষম্য দূরীকরণ, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং অন্তর্বর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, অসংগতিপূর্ণ নিয়োগবিধি সংশোধন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ব্লকপোস্ট প্রথা বিলুপ্তি এবং আউটসোর্সিং ব্যবস্থা বাতিলের আহ্বান জানান তারা।
পাশাপাশি সচিবালয়ের মতো পদ-পদবি ও গ্রেড প্রদান, সকল ভাতা বৃদ্ধিসহ শতভাগ পেনশন হার, ঝুঁকিপূর্ণ ও টেকনিক্যাল কাজের জন্য অতিরিক্ত ভাতা প্রদান এবং রেলওয়ের অপ্রতুল রেশন ভাতা বাতিল করে বর্তমান বাজার অনুযায়ী রেশন সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. মিরাজুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে কার্যকরী সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৭ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৯ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
১২ ঘণ্টা আগে