আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে গণপিটুনিতে কিলার বাবু নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীতে গণপিটুনিতে কিলার বাবু নিহত

রাজধানীর লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ‘নিহত বাবুর বিরুদ্ধে লালবাগ থানায় চুরি ও মাদকের প্রায় ১২টি মামলা রয়েছে। বাবু এলাকার চিহ্নিত চোর এবং মাদক চোরাকারবারি বলে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার মধ্যরাতে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে এ ঘটনা ঘটে। রোববার সকাল সোয়া ৮টার দিকে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে তৌফিকুলকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয় উত্তেজিত জনতা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার এসআই বেলায়েত হোসেন আমার দেশকে জানান, গত ১৪ আগস্ট তৌফিকুল লালবাগের শহীদ নগরে দুটি ককটেল ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়। পরে শনিবার রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় জনতা শহীদ নগরের লোহার ব্রিজের সামনে তাকে নেশাগ্রস্ত অবস্থায় ধরে গণপিটুনি দেয়।

তিনি আরো জানান, লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন