রাজধানীর লালবাগে গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ‘নিহত বাবুর বিরুদ্ধে লালবাগ থানায় চুরি ও মাদকের প্রায় ১২টি মামলা রয়েছে। বাবু এলাকার চিহ্নিত চোর এবং মাদক চোরাকারবারি বলে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
নিরীহ আলেম হিসেবে পরিচিত অধ্যাপক মাওলানা যুবায়ের আহমাদ রাজধানীর লালবাগ মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ইসলামি রাজনীতির সঙ্গেও জড়িত। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন ইস্যুতে রাজপথে কর্মসূচি পালন করতে গিয়ে তিনি নানাভাবে বাধাবিঘ্ন ও পিটুনির শিকার হন।