ধানমন্ডিতে নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০০: ০৮

রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল বের করলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা মিছিল বের করে তারা।

ডিএমপির রমনা বিভাগের এডিসি জিসানুল হক জানান, ধানমন্ডি ৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করেন। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা বিভিন্ন গলিতে পালানোর চেষ্টা করে। সময়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত