ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির দাফনের নিরাপত্তায় ডাকসুর স্বেচ্ছাসেবক কাজ করছে। হাদির জানাজা শেষে দাফনকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা কেউ করতে না পারে, এই জন্যই সতর্কতামূলক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে ডাকসুর নিরাপত্তা ভেস্ট গায়ে তাদের অবস্থান নিতে দেখা যায়।
শহীদ হাদির দাফন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধির পাশে। দাফনকে কেন্দ্র করে শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা মূলক ব্যবস্থা নিয়েছে।
কয়েকজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলে জানা যায়, শহীদ হাদির দাফনকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা না হয়, এই জন্য তাদের ডাকসুর পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

