আজহারির তাফসীর পাইরেসির দায়ে বই বিক্রেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২১: ৩৫

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির ‘এক নজরে কুরআন’ তাফসীর কুরআন বইটি পাইরেসি কপি তৈরির দায়ে জাহিদ নামে একজন বই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নীলক্ষেত এলাকায় ‘জাহিদ বুক সাপ্লাই’ নামের একটি বইয়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সত্যায়ন প্রকাশনার কর্মকর্তা ওসমান মৃধা জানান, ড. মিজানুর রহমান আজহারির ‘এক নজরে কুরআন’ তাফসীর বইটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। বইটি পাঠকপ্রিয়তার কারণে ‘জাহিদ বুক সাপ্লাই’ নামের একটি প্রতিষ্ঠান অনলাইনে একজনের কাছ থেকে ৩০ হাজার টাকার একটি অর্ডার নেয়। পরবর্তীতে ওই ক্রেতা বইটি সশরীরে আনতে গিয়ে দেখতে পায় তারা মূল কপি স্কেন করে সমমানের কাগজে প্রিন্ট দিয়ে বাঁধাই করার প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে গত বুধবার রাজধানীর নীলক্ষেত এলাকায় অভিযানে ‘জাহিদ বুক সাপ্লাই’ নামের প্রতিষ্ঠানের মালিক জাহিদকে অবৈধভাবে বইটির অনুলিপি তৈরি ও বাজারজাতকরণে সরঞ্জামসহ গ্রেপ্তার করে।

তথ্য প্রমাণের ভিত্তিতে বই নকলকারী ‘জাহিদ বুক সাপ্লাই’ নামের প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এবারের বইমেলার শুরু থেকেই দেশ-বিদেশে আলোচনার তুঙ্গে কুরআনের ওপর লেখা ড. মিজানুর রহমান আজহারির গবেষণামূলক এই বই।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত