সংবাদ সম্মেলনে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ

স্টাফ রিপোর্টার

নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলার অজুহাতে কোন ক্রমেই একুশে বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্তকে যুক্তিযুক্ত নয় বলে জানিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর) অনির্দিষ্টকালের জন্য একুশে বই মেলা স্থগিতের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। লিখিত বক্তব্যে এটি জানিয়েছি সংগঠনটি। লিখিত বক্তব্যটি পাঠ করেন সংগঠনটির সদস্য খন্দকার শাহ আলম।
লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন ও আইনশৃঙ্খলার অজুহাতে একুশের বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও সাংস্কৃতিক-ভাবে আত্মঘাতী।
পরিকল্পিতভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে অভিযোগ করে বলা হয়, যে শক্তি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে গ্রহণ করতে পারে না, যারা জনগণের মাঝে সাম্প্রদায়িক, কূপ-মন্ডুক ও অন্ধ কুসংস্কারাচ্ছন্ন মনোজগৎ সৃষ্টি করতে চায় এবং স্বাধীনতার চেতনা ও আবহমান সংস্কৃতি বিরোধী। এই শক্তিই একুশের বইমেলা নস্যাৎ করার অপতৎপরতা চালাচ্ছে।
পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় অংশীজনদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই একতরফাভাবে মেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশজুড়ে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা বলেন, অতীতে জাতীয় নির্বাচন কিংবা রমজান মাসেও বইমেলা বন্ধ হয়নি। কাজেই নির্বাচনের সম্ভাব্য তারিখকে সামনে রেখে বইমেলা স্থগিতের যুক্তি গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে নির্বাচনের দিনসহ আগের-দিন ও পরের দিন মেলা বন্ধ রাখা যেতে পারে। কিন্তু পুরো মেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা সাংস্কৃতিক-ভাবে অগ্রহণযোগ্য।
একুশে বইমেলা সংগ্রাম পরিষদ সরকারের প্রতি আহ্বান জানায়, আগামী ৪ নভেম্বর ২০২৫ -এর মধ্যে যথারীতি ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। অন্যথায় লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক আবুল বাসার ফিরোজ শেখ -এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আমার দেশ -এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান লালটু, কবি হাসান হাফিজ, কবি মোহন রায়হান, জামশেদ আনোয়ার তপন প্রমুখ।

নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলার অজুহাতে কোন ক্রমেই একুশে বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্তকে যুক্তিযুক্ত নয় বলে জানিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর) অনির্দিষ্টকালের জন্য একুশে বই মেলা স্থগিতের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। লিখিত বক্তব্যে এটি জানিয়েছি সংগঠনটি। লিখিত বক্তব্যটি পাঠ করেন সংগঠনটির সদস্য খন্দকার শাহ আলম।
লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন ও আইনশৃঙ্খলার অজুহাতে একুশের বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও সাংস্কৃতিক-ভাবে আত্মঘাতী।
পরিকল্পিতভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে অভিযোগ করে বলা হয়, যে শক্তি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে গ্রহণ করতে পারে না, যারা জনগণের মাঝে সাম্প্রদায়িক, কূপ-মন্ডুক ও অন্ধ কুসংস্কারাচ্ছন্ন মনোজগৎ সৃষ্টি করতে চায় এবং স্বাধীনতার চেতনা ও আবহমান সংস্কৃতি বিরোধী। এই শক্তিই একুশের বইমেলা নস্যাৎ করার অপতৎপরতা চালাচ্ছে।
পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় অংশীজনদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই একতরফাভাবে মেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশজুড়ে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা বলেন, অতীতে জাতীয় নির্বাচন কিংবা রমজান মাসেও বইমেলা বন্ধ হয়নি। কাজেই নির্বাচনের সম্ভাব্য তারিখকে সামনে রেখে বইমেলা স্থগিতের যুক্তি গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে নির্বাচনের দিনসহ আগের-দিন ও পরের দিন মেলা বন্ধ রাখা যেতে পারে। কিন্তু পুরো মেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা সাংস্কৃতিক-ভাবে অগ্রহণযোগ্য।
একুশে বইমেলা সংগ্রাম পরিষদ সরকারের প্রতি আহ্বান জানায়, আগামী ৪ নভেম্বর ২০২৫ -এর মধ্যে যথারীতি ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। অন্যথায় লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক আবুল বাসার ফিরোজ শেখ -এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আমার দেশ -এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান লালটু, কবি হাসান হাফিজ, কবি মোহন রায়হান, জামশেদ আনোয়ার তপন প্রমুখ।

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ (৬০) নামে ডিশ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকর্মী বন্ধু চালক আলমগীর (৫২)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
২ ঘণ্টা আগে
মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোতে চাকরি পাচ্ছেন। শুরুতে তাকে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেওয়া হচ্ছে। স্নাতক শেষ করলে পিয়াকে অফিসার পদে নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র নির্বাহী চেয়ারম্যান হলেন প্রখ্যাত বিজ্ঞানী ড. মো: আব্দুস ছালাম। তিনি একই প্রতিষ্ঠানের সদস্য পরিচালক (শস্য) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
৩ ঘণ্টা আগে
অটোমান সাম্রাজ্যের পতন এবং মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের পর ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর ২৯ অক্টোবর তুরস্কের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়ে আসছে।
৪ ঘণ্টা আগে