আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দীর্ঘদিনের ভোগান্তির অবসান

রাজধানীর টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস চালু

আমার দেশ অনলাইন

রাজধানীর টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস চালু
ছবি: ভিডিও থেকে নেয়া

রাজধানীর টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আান্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. যে. অব. আব্দুল হাফিজ। এর ফলে জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।

বিজ্ঞাপন

আন্ডারপাস খুলে দেয়া হলেও কমলাপুরমুখী রাস্তার ওপর মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এ আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে সময় লাগবে।

নিচ দিয়ে ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে আন্ডারপাস দিয়ে। আর দুই পাশে রিকশা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। প্যাডেল চালিত যানবাহনকে যেন বেশি ঢালুতে নামতে না হয় তার জন্য দুই পাশের লেনকে মাঝের ৪ লেনের থেকে উঁচু করা হয়েছে। এখন উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীন ভাবে চলাচল করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন