সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

স্টাফ রিপোর্টার

জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ২০২৫ এর সুপারিশ চূড়ান্ত করবার লক্ষ্যে পুনরায় ঐকমত্য সভার আয়োজন করার দাবি তুলেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এদাবি তোলা হয়।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত আবদুল কাইয়ুম দলটির পক্ষ থেকে বলেন, দেশের সব দলকে ঐক্যবদ্ধ রেখে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা সংস্কার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঐকমত্য কমিশনের দীর্ঘ দিনের শ্রম ও চেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ একটা চ্যালেঞ্জের মধ্যে নিয়ে ফেলেছে। চ্যালেঞ্জের মূল কারণ হচ্ছে ঐক্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যেটুকু আলোচনা হয়েছিল সেখানে এই প্রস্তাবে উল্লেখিত বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করা হয় নাই। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমঝোতায় পৌঁছানোর পর যদি এই প্রস্তাব জাতির সামনে হাজির করা হতো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ আমরা পরিহার করতে পারতাম।
তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনে বাস্তবায়ন নিয়ে আলাপে রাজনৈতিক দলগুলো গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদকে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য প্রয়োজনীয় গাঠনিক ক্ষমতা দেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছিয়েছিল কিন্তু যেসব প্রস্তাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছিল সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে দ্রুত আমরা এই সুপারিশ থেকে বের হয়ে না আসলে রাজনৈতিক দলগুলোর এক অংশের ভেতরের যৌক্তিক ক্ষোভ পরবর্তীতে দেশের মানুষের ভেতর সঞ্চালিত হয়ে পড়বে।
দলটির পক্ষ থেকে আরো বলা হয়, বাংলাদেশ যাতে এই সংকটে গিয়ে না পড়ে সেজন্যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, ঐক্য কমিশনকে দ্রুত তাদের এই সুপারিশ নিয়ে পুনরায় রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐকমত্য সভার আয়োজন করার দাবি জানাচ্ছে। সংবিধান টেকসই এবং সর্বজনীন করার জন্য তাড়াহুড়া করা থেকে বিরত থেকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোই দেশ কাল ভেদে সংবিধান সংস্কারের একমাত্র পথ।
হাসনাত আবদুল কাইয়ুমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দলটির সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, মাহবুবুর রহমান সেলিম, বিল্লাল ভুঁইয়া, মোহাম্মদ সোহেল প্রমুখ।

জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ২০২৫ এর সুপারিশ চূড়ান্ত করবার লক্ষ্যে পুনরায় ঐকমত্য সভার আয়োজন করার দাবি তুলেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এদাবি তোলা হয়।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত আবদুল কাইয়ুম দলটির পক্ষ থেকে বলেন, দেশের সব দলকে ঐক্যবদ্ধ রেখে জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা সংস্কার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঐকমত্য কমিশনের দীর্ঘ দিনের শ্রম ও চেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ একটা চ্যালেঞ্জের মধ্যে নিয়ে ফেলেছে। চ্যালেঞ্জের মূল কারণ হচ্ছে ঐক্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যেটুকু আলোচনা হয়েছিল সেখানে এই প্রস্তাবে উল্লেখিত বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করা হয় নাই। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমঝোতায় পৌঁছানোর পর যদি এই প্রস্তাব জাতির সামনে হাজির করা হতো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ আমরা পরিহার করতে পারতাম।
তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনে বাস্তবায়ন নিয়ে আলাপে রাজনৈতিক দলগুলো গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদকে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য প্রয়োজনীয় গাঠনিক ক্ষমতা দেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছিয়েছিল কিন্তু যেসব প্রস্তাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছিল সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে দ্রুত আমরা এই সুপারিশ থেকে বের হয়ে না আসলে রাজনৈতিক দলগুলোর এক অংশের ভেতরের যৌক্তিক ক্ষোভ পরবর্তীতে দেশের মানুষের ভেতর সঞ্চালিত হয়ে পড়বে।
দলটির পক্ষ থেকে আরো বলা হয়, বাংলাদেশ যাতে এই সংকটে গিয়ে না পড়ে সেজন্যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, ঐক্য কমিশনকে দ্রুত তাদের এই সুপারিশ নিয়ে পুনরায় রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐকমত্য সভার আয়োজন করার দাবি জানাচ্ছে। সংবিধান টেকসই এবং সর্বজনীন করার জন্য তাড়াহুড়া করা থেকে বিরত থেকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোই দেশ কাল ভেদে সংবিধান সংস্কারের একমাত্র পথ।
হাসনাত আবদুল কাইয়ুমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, দলটির সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, মাহবুবুর রহমান সেলিম, বিল্লাল ভুঁইয়া, মোহাম্মদ সোহেল প্রমুখ।

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ (৬০) নামে ডিশ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকর্মী বন্ধু চালক আলমগীর (৫২)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে
মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোতে চাকরি পাচ্ছেন। শুরুতে তাকে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেওয়া হচ্ছে। স্নাতক শেষ করলে পিয়াকে অফিসার পদে নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র নির্বাহী চেয়ারম্যান হলেন প্রখ্যাত বিজ্ঞানী ড. মো: আব্দুস ছালাম। তিনি একই প্রতিষ্ঠানের সদস্য পরিচালক (শস্য) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২ ঘণ্টা আগে
অটোমান সাম্রাজ্যের পতন এবং মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের পর ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর ২৯ অক্টোবর তুরস্কের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়ে আসছে।
৩ ঘণ্টা আগে