
আমার দেশ অনলাইন

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সংঘাত নিরসনে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার নতুন পর্ব আজ (৩০ অক্টোবর) ইস্তাম্বুলে শুরু হচ্ছে। চার দিনের প্রথম দফার বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় পক্ষ আবারো আলোচনায় বসতে সম্মত হয়েছে।
আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে, বুধবার রাতে আলোচনার ব্যর্থতার পর পাকিস্তানি প্রতিনিধি দল ইস্তাম্বুল ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল। তবে মধ্যস্থতাকারী দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টায় তারা পুনরায় আলোচনায় যোগ দিতে রাজি হয়।
সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় উভয় পক্ষ একে অপরকে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে। তবে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আবারো সীমান্ত ইস্যু ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের আকাশসীমা ও ভূখণ্ড লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যে সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলার পর আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডুরান্ড লাইনের ওপারে প্রতিশোধমূলক হামলা চালায়।
বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান উত্তেজনা উভয় দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারা সংলাপের মাধ্যমে সীমান্ত সমস্যা ও নিরাপত্তা ইস্যু সমাধানের ওপর জোর দিচ্ছেন।
ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনের সম্ভাবনা তৈরি হলেও, কূটনৈতিক সূত্রগুলো বলছে— এখনও পর্যন্ত সমঝোতার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সংঘাত নিরসনে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার নতুন পর্ব আজ (৩০ অক্টোবর) ইস্তাম্বুলে শুরু হচ্ছে। চার দিনের প্রথম দফার বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় পক্ষ আবারো আলোচনায় বসতে সম্মত হয়েছে।
আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে, বুধবার রাতে আলোচনার ব্যর্থতার পর পাকিস্তানি প্রতিনিধি দল ইস্তাম্বুল ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল। তবে মধ্যস্থতাকারী দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টায় তারা পুনরায় আলোচনায় যোগ দিতে রাজি হয়।
সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় উভয় পক্ষ একে অপরকে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে। তবে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আবারো সীমান্ত ইস্যু ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের আকাশসীমা ও ভূখণ্ড লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যে সম্পর্ক তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলার পর আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডুরান্ড লাইনের ওপারে প্রতিশোধমূলক হামলা চালায়।
বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান উত্তেজনা উভয় দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তারা সংলাপের মাধ্যমে সীমান্ত সমস্যা ও নিরাপত্তা ইস্যু সমাধানের ওপর জোর দিচ্ছেন।
ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনের সম্ভাবনা তৈরি হলেও, কূটনৈতিক সূত্রগুলো বলছে— এখনও পর্যন্ত সমঝোতার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

সম্প্রতি প্রবীণ ভারতীয় অভিনেতা পরেশ রাওয়াল অভিনীত একটি আসন্ন হিন্দি ছবি, দ্য তাজ স্টোরি, তাজমহলের পিছনের ইতিহাসের সত্য উন্মোচন করার দাবি করেছে। সিনেমাটির মূল বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে: ভারতের সবচেয়ে স্বীকৃত স্মৃতিস্তম্ভ তাজমহল একসময় তেজো মহালয়া নামে একটি হিন্দু মন্দির ছিল।
২ ঘণ্টা আগে
পুতিন বলেন, ‘প্রথমবারের মতো, আমরা এটি কেবল ক্যারিয়ার সাবমেরিন থেকে লঞ্চ ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি, বরং এর সাথে পারমাণবিক শক্তি ইউনিটটিও উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি’। তিনি আরো বলেন, পোসেইডনকে আটকানোর কোনও কিছুই নেই।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওড়াকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।
৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনের প্রায় এক লক্ষ পরিবার জলপাই উৎপাদনের ওপর নির্ভর করে, আর জলপাই তেল তাদের অর্থনীতির প্রধান স্তম্ভ। তবে চলমান যুদ্ধ ও অবরোধের কারণে গাজার বেশিরভাগ জলপাই গাছে সেচ ও সার দেওয়া বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, ২০২৫ সালের জুলাই নাগাদ গাজার ৮৬ শতাংশ কৃষি কূপ ধ্বংস
৭ ঘণ্টা আগে