
স্টাফ রিপোর্টার

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। এতে দেশটির প্রতিষ্ঠাতা গাজি মুস্তাফা কামাল আতাতুর্কের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় তুর্কি প্রজাতন্ত্র ঘোষণার ১০২তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দূতাবাসের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অটোমান সাম্রাজ্যের পতন এবং মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের পর ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর ২৯ অক্টোবর তুরস্কের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়ে আসছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে অংশ নেন।
জ্বালানি উপদেষ্টা তার বক্তব্যে ঢাকা ও আঙ্কারার মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক স্বার্থের মিল রয়েছে এবং তুরস্ক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার হিসেবে কাজ করছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলন।
উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ পারস্পরিক কল্যাণে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি নির্দেশ করে।
তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে, বিশেষ করে সবুজ জ্বালানি উদ্যোগে তুরস্কের সহযোগিতা কামনা করেন।
এছাড়া, তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় তুরস্কের সাহায্য সংস্থাগুলোর কার্যকর ভূমিকা এবং মানবিক ও উন্নয়নমূলক প্রচেষ্টার প্রশংসা করেন।
তুর্কি রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দৃঢ় ও গভীর সম্পর্কের কথা তুলে ধরে বলেন, উভয় দেশ এই সম্পর্ক আরো জোরদার করতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের একটি বার্তা পাঠ করেন রাষ্ট্রদূত।

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। এতে দেশটির প্রতিষ্ঠাতা গাজি মুস্তাফা কামাল আতাতুর্কের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় তুর্কি প্রজাতন্ত্র ঘোষণার ১০২তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে দূতাবাসের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অটোমান সাম্রাজ্যের পতন এবং মুস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের পর ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর ২৯ অক্টোবর তুরস্কের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়ে আসছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে অংশ নেন।
জ্বালানি উপদেষ্টা তার বক্তব্যে ঢাকা ও আঙ্কারার মধ্যে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক স্বার্থের মিল রয়েছে এবং তুরস্ক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার হিসেবে কাজ করছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলন।
উপদেষ্টা জোর দিয়ে বলেন, বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ পারস্পরিক কল্যাণে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি নির্দেশ করে।
তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে, বিশেষ করে সবুজ জ্বালানি উদ্যোগে তুরস্কের সহযোগিতা কামনা করেন।
এছাড়া, তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় তুরস্কের সাহায্য সংস্থাগুলোর কার্যকর ভূমিকা এবং মানবিক ও উন্নয়নমূলক প্রচেষ্টার প্রশংসা করেন।
তুর্কি রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দৃঢ় ও গভীর সম্পর্কের কথা তুলে ধরে বলেন, উভয় দেশ এই সম্পর্ক আরো জোরদার করতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের একটি বার্তা পাঠ করেন রাষ্ট্রদূত।

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ (৬০) নামে ডিশ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকর্মী বন্ধু চালক আলমগীর (৫২)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে
মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোতে চাকরি পাচ্ছেন। শুরুতে তাকে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেওয়া হচ্ছে। স্নাতক শেষ করলে পিয়াকে অফিসার পদে নেওয়া হবে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র নির্বাহী চেয়ারম্যান হলেন প্রখ্যাত বিজ্ঞানী ড. মো: আব্দুস ছালাম। তিনি একই প্রতিষ্ঠানের সদস্য পরিচালক (শস্য) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ২০২৫ এর সুপারিশ চূড়ান্ত করবার লক্ষ্যে পুনরায় ঐকমত্য সভার আয়োজন করার দাবি তুলেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
৪ ঘণ্টা আগে