মহাখালীতে গুলিবিদ্ধ আহত চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০১: ১১

রাজধানী মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির গুলিবিদ্ধ নেতা জামান হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

বিজ্ঞাপন

তিনি বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সেক্রেটারি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বনানী থানার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে দুর্বৃত্তরা জামাল হোসেনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

আহতের বড় ভাই সালাউদ্দিন সজল সেদিন জানিয়েছিলেন, রাত সোয়া ৮টার দিকে বাসার পাশেই বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে চা খাচ্ছিলেন তার ভাই।

অজ্ঞাত দুজন দুর্বৃত্ত মুখোশধারী দূর থেকে ফাঁকা গুলি ছোড়ে। এতে তার ডান চোখে পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

আহত অবস্থায় জামানকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত জামান হোসেন মহাখালী বক্ষব্যাধি স্টাফ কোয়াটার থাকতেন।

তার গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায়। বাবা মৃত আব্দুল মুন্নাফ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত