মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি বায়রার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৩: ২২
আপডেট : ০৫ মে ২০২৫, ১৩: ৩৬

দেশ ও শ্রমিকের স্বার্থে সিন্ডিকেট ছাড়াই দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাধারণ সদস্যরা।

বিজ্ঞাপন

সোমবার প্রবাসী কল্যাণ ভবনের সামনে বায়রা সাধারণ সদস্যদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। এর আগে মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত রাখতে এবং দ্রুত খোলার আহ্বান জানিয়ে প্রদান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, সৌদি আরবের পরই মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ম্যাজিকে যখন শ্রমবাজার খোলা হচ্ছে, যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা ডাকা হয়েছে ঠিক এই সময় একটি সিন্ডিকেট আমাদের প্রতিপক্ষ দেশের এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে। তারা শ্রমাবাজারকে ধ্বংস করতে অপতৎপরতা শুরু করেছে।

এ সময় তারা আরো বলেন, সরকারের কাছে আমাদের আবেদন সেখানে স্বল্প খরচ ও সহজ শর্তে যাতে বাংলাদেশি শ্রমিকরা যেতে পারেন। আমরা ব্যবসায়ীরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। আমরা চাই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেয়া হোক। কোনো রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে কত শ্রমিক গেলো, সেটা আমাদের বিষয় নয়। আমাদের স্বার্থ হলো— দেশের শ্রমিক সেখানে যাক, তারা ভালো থাকুক, দেশ উপকৃত হোক ও দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিপাক।

মানববন্ধন ও স্মারকলিপি প্রধান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, পূরবী ইন্টারন্যাশনালের মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।

ফখরুল ইসলাম বলেন, দেশ ও কর্মীদের সার্বিক স্বার্থে সরকার যে পদ্ধতিতে সরকার শ্রমবাজার উন্মুক্ত করবে, বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক হিসেবে সেটা যথাযথভাবে অনুসরণ করে কর্মী প্রেরণের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা প্রদানে আমরা ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।

এছাড়াও মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জু, সাবেক নির্বাহী সদস্য মোস্তফা মাহমুদ, সাবেক ইসি সদস্য হক জহিরুল, আর্থ স্মার্ট বাংলাদেশের মোহাম্মদ মাহফুজুর রহমান, ইএমএস ইন্টারন্যাশনালের এএমএস সাগর, তাসনিম ওভারসীসের মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, আল আকাবা এসোসিয়েটের মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস। মানববন্ধনে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডসহ কয়েক হাজার ব্যবসায়ী অংশ নেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত