ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির কঠোর অবস্থান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ৫২

রাজধানী ঢাকার জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতাকে দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, এ অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার গুলশান-২-এর নগর ভবনে ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রশাসক বলেন, নাগরিকদের অবহেলার কারণেই জলাবদ্ধতা বাড়ছে। যেখানে-সেখানে ময়লা ফেলা এখন নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। আমরা প্রতিদিন জনসচেতনতা বাড়াতে কাজ করছি, কিন্তু কাজের সুফল খুব একটা মিলছে না। তাই বাধ্য হয়ে এখন শাস্তিমূলক ব্যবস্থার কথা ভাবছি। ময়লা যেখানে-সেখানে ফেললে জরিমানা করা হবে।

তিনি আরো বলেন, শুধু সাধারণ মানুষই নন, ফুটপাতে অবৈধভাবে বসা দোকানদাররাও এ সমস্যার সঙ্গে জড়িত। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, আমরা নিজেরাই যেন রাস্তায় ময়লা না ফেলি।

এ সময় নগরজুড়ে লাগানো ব্যানার ও পোস্টারের বিপরীতেও কড়া অবস্থানের কথা জানান তিনি। তিনি বলেন, ঢাকা শহরে যারা ব্যানার লাগাচ্ছেন, তাদের তালিকা করা হচ্ছে। আমরা তাদের চিঠি দিয়ে সতর্ক করছি। এরপর প্রয়োজন হলে জরিমানা করব।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নাগরিক সচেতনতামূলক কার্যক্রমও সেখানে তুলে ধরেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সিটি করপোরেশনের কাজ নয়, এটা সবার সম্মিলিত দায়িত্ব। তাই নাগরিকদের সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত