৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীতে বাস চলবে কাউন্টার ভিত্তিতে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ১৪
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৪৮

৬ ফেব্রুয়ারি থেকে রাজধানী ঢাকায় কাউন্টারভিত্তিক বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর পরীবাগে প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

তিনি জানান, আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলাচলকারী ২১টি কোম্পানির বাস ৬ ফেব্রুয়ারি থেকে টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। এই রুটে দুই হাজার ৬১০টি বাস চলবে। সব বাস একই রঙের (গোলাপি) হবে। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে বাসে যাতায়াত করতে পারবেন।

চলতি মাসেই অন্যান্য রুটেও কাউন্টারভিত্তিক বাস পরিচালনা শুরু হবে জানিয়ে তিনি বলেন, ১৬ বছর নিয়ম ভঙ্গ করে ঢাকা সিটিতে চালকদের দিয়ে কন্ট্রাক্টে গাড়ি চালানো হয়েছে। এতে রোডে অসম প্রতিযোগিতা হয়, যত্রতত্র যাত্রী ওঠানামা করে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামার কারণে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঘটে দুর্ঘটনা।

সাইফুল আলম বলেন, গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন ও বায়ুদূষণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, চালকদের সঙ্গে পাক্ষিক এবং মাসিকভিত্তিক চুক্তি করতে হবে মালিকদের। টিকিট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। সিদ্ধান্ত মোতাবেক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর হয়ে ঢাকা মহানগরীতে চলাচলকারী ২১টি কোম্পানির গাড়ি কাউন্টার পদ্ধতিতে ৬ ফেব্রুয়ারি থেকে পরিচালনা করবে।

তিনি বলেন, এখন থেকে কাউন্টার সিস্টেমে গাড়ি চালাতে হবে। যাত্রীদের টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড়াবে না, যাত্রী ওঠানো যাবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দফতর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত