জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৮: ৫৪
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৯: ০১

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার দুপুর ২টায় সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের নাম মো. মিজানুর রহমান (৩৯)। ঢাকা মহানগর ২২ নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

বিজ্ঞাপন

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, স্থানীয় ওয়াবদা রোড কবীরের গলির বাসায় হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা অবস্থান করছে সংবাদ পাওয়ার পর থেকে সেখানে অভিযান চালায় সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান স্বীকার করেছেন, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন।

আন্দোলনের সময় সংঘটিত হত্যা কাণ্ডের ঘটনায় রুজুকৃত রামপুরা থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে। অপরাধ প্রতিরোধে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান সিআইডি কর্মকর্তা।

গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিল এলাকায় ছাত্রদের বিরোধিতায় নাশকতা এবং বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত