স্টাফ রিপোর্টার
রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার দুপুর ২টায় সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের নাম মো. মিজানুর রহমান (৩৯)। ঢাকা মহানগর ২২ নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, স্থানীয় ওয়াবদা রোড কবীরের গলির বাসায় হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা অবস্থান করছে সংবাদ পাওয়ার পর থেকে সেখানে অভিযান চালায় সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান স্বীকার করেছেন, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন।
আন্দোলনের সময় সংঘটিত হত্যা কাণ্ডের ঘটনায় রুজুকৃত রামপুরা থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে। অপরাধ প্রতিরোধে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান সিআইডি কর্মকর্তা।
গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিল এলাকায় ছাত্রদের বিরোধিতায় নাশকতা এবং বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন।
রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার দুপুর ২টায় সিআইডির ঢাকা মেট্রো-পূর্ব বিভাগের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের নাম মো. মিজানুর রহমান (৩৯)। ঢাকা মহানগর ২২ নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, স্থানীয় ওয়াবদা রোড কবীরের গলির বাসায় হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা অবস্থান করছে সংবাদ পাওয়ার পর থেকে সেখানে অভিযান চালায় সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান স্বীকার করেছেন, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন।
আন্দোলনের সময় সংঘটিত হত্যা কাণ্ডের ঘটনায় রুজুকৃত রামপুরা থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে। অপরাধ প্রতিরোধে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান সিআইডি কর্মকর্তা।
গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আন্দোলনের সময় রামপুরা, বনশ্রী ও হাতিরঝিল এলাকায় ছাত্রদের বিরোধিতায় নাশকতা এবং বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন।
মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
২ ঘণ্টা আগেইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-তে ‘‘এড ওয়াল ফেয়ার: মাস্টারিং দ্য ব্যাটেল অফ এডভার্টাইজিং’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি) এর আওতায় সাধারণ বীমা কর্পোরেশনের প্যাকেজ ভিত্তিক অটোমেশন কার্যক্রম চলমান রয়েছে।
১৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা লঙ্ঘন করে ফিলিপ মরিসের নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।
১৮ ঘণ্টা আগে