ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেপ্তারের দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০: ২৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির যুব উইং জাতীয় যুবশক্তি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিনগত রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, ২৩ জুন রাত ১১টার দিকে এনসিপি ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কাপুরুষোচিত হামলার ঘটনা ঘটে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এ ন্যক্কারজনক হামলায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব এবং শ্রমিক উইংয়ের একজন সদস্য আহত হন। বর্তমানে আহত ব্যক্তিরা চিকিৎসাধীন।

আরও বলা হয়, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এর আগেও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা আমাদের গভীরভাবে শঙ্কিত করছে। এ ঘটনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত