মূলধারার সাংবাদিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে : ডিআরইউ সভাপতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৭: ৫৭

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেছেন, ভূয়া ও ভূঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে আজকে মূলধারার সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে সাংবাদিকতায় যেমন গুণগত মান তৈরি হবে এবং সমাজ থেকে অপ-সাংবাদিকতা দূর হবে।

শনিবার ডেমরার হাজীনগরের সুলতান ফুড ল্যান্ড রেস্টুরেন্ট এক সংবর্ধনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর ডেমরা সাংবাদিক ফোরাম, ঢাকা।

বিজ্ঞাপন

আবু সালেহ আকন বলেন, আজকে দেশজুড়ে সাংবাদিকদের নির্যাতন নিপীড়নে একটি চক্র বেপরোয়া হয়ে উঠছে। এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন,

দলকানা সাংবাদিকতার কারণে আমরা যাদের কে দেবতা মনে করতাম তারা আজ কেউ জেলে নয়তো পালিয়ে বেড়াচ্ছেন। সাংবাদিকতা করতে হলে দেশ ও দেশের মানুষের জন্য করতে হবে, নিজেদের মধ্যে  স্বচ্ছ চিন্তা ভাবনা থাকতে হবে।

অপ-সাংবাদিকতা রোধে নিজেদের কে তৈরি করতে হবে। নিদিষ্ট দলের হয়ে কাজ করার ফলে একটি দেশের জাতীয় মসজিদের ইমামকে ও পালিয়ে যেতে হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বক্তারা বলেন,সকল ভেদাভেদ ভুলে অপ-সাংবাদিকতা রুখে দিতে হবে। ভূয়া ও ভূঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে আজকে মূলধারার সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছে। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তাহলে সাংবাদিকতায় যেমন গুণগত মান তৈরি হবে এবং সমাজ থেকে অপ-সাংবাদিকতা দূর হবে। নতজানু ও দলকানা সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে।সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।সবাইকে আদর্শিক সাংবাদিক হতে হবে নয়তো ভবিষ্যতে ও পালিয়ে যেতে হবে।

দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম এর সভাপতি মো: আলম হোসেনের সভাপতিত্বে ও এশিয়া টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহীদুল্লাহ্ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তর ডেমরা প্রতিনিধি মাহবুব মনি, কাল বেলা ডেমরা প্রতিনিধি নূর আলম, বিজয় টিভি রূপগঞ্জ প্রতিনিধি শরিফ হোসেন লিটন, গাজী টিভি আশিকুর রহমান হান্নান, আমার দেশ ডেমরা প্রতিনিধি মো: হারুনর রশীদ, চ্যানেল আই এর এস এ লিংকন, এটিএন নিউজ হাসান মজুমদার বাবলু, ইন্ডিপেন্ডেন্ট টিভির নাহিদ কামাল, প্রতিদিনের বশির আহমেদ, প্রভাতের মো. হাবিব, আমাদের সময়ের মিজানুর রহমান, জনকন্ঠ ডেমরা প্রতিনিধি আসাদুল্লাহ আসাদ, গ্লোবাল টিভির মনিরুল ইসলাম, ডেমরা জোনের সাবেক টিআই বিপ্লব ভৌমিকসহ বৃহত্তর ডেমরা অঞ্চলে বসবাসরত সাংবাদিকরা।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত