পোস্তগোলায় ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩: ৪৭

রাজধানীর কদমতলীর পোস্তগোলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় পোস্তগোলা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাকিব হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বিজ্ঞাপন

নিহত চাচাতো ভাই সাবু হোসেন বলেন, শাকিবের স্ত্রী হালিমা বেগম ১০/১৫ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিল। বুধবার গ্রাম থেকে ঢাকায় আসবে। তাই তাদের আনতে শাকিব নারায়ণগঞ্জ পাগলা থেকে পোস্তগোলা দিকে আসছিলেন। সেখানে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে কদমতলী থানা পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সাবু হোসেন আরও বলেন, ট্রাকটি ও ড্রাইভার কদমতলী থানা আটক আছে।

মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহত শাকিব কুষ্টিয়া জেলার কুমারখালী বহন বাড়িয়া কৃষক মজিবর রহমানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত