দেশের প্রথম ‘আরবান ট্রি মিউজিয়াম’ গড়ে তুলছে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৯: ৩৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এবং গ্রিন সেভার্স ও ডেল্টা ডট লিমিটেড-এর সহযোগিতায় রাজধানীতে গড়ে উঠছে দেশের প্রথম ‘আরবান ট্রি মিউজিয়াম’ ও ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র। এই দুই উদ্যোগ বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে আজ নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গ্রিন সেভার্স ও ডেল্টা ডট লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আরবান ট্রি মিউজিয়াম এবং বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র একসঙ্গে নগরের মানুষকে প্রকৃতির সঙ্গে যুক্ত করবে। এটি হবে শেখা, অংশগ্রহণ ও প্রকৃতিকে ভালোবাসার জায়গা। গাছের যত্ন মানে নিজের জীবনের যত্ন।”

বিজ্ঞাপন

রাজউক উত্তরা বর্ধিত প্রকল্প (ফেইজ-৩) এলাকায় প্রতিষ্ঠিত এই অনন্য মিউজিয়াম নগর সবুজায়ন, বৃক্ষ সংরক্ষণ ও নাগরিক সচেতনতার নতুন অধ্যায় সূচনা করবে।

আরবান ট্রি মিউজিয়াম’-এ ঢাকার বিলুপ্তপ্রায়, বিপন্ন ও দেশীয় বৃক্ষ প্রজাতির একটি সমৃদ্ধ সংগ্রহশালা তৈরি করা হবে। এটি শুধু প্রদর্শনীর স্থান নয়, এখানে থাকবে গবেষণা, শিক্ষা ও বিনোদনের সুযোগ, যাতে নগরবাসী প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারেন।

মিউজিয়ামটি হবে নগর বনায়ন ও পরিবেশ পুনরুদ্ধারের প্রতীক, যা নাগরিকদের সবুজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।

একইসঙ্গে গুলশান শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কে ডিএনসিসি ও গ্রিন সেভার্স যৌথভাবে গড়ে তুলছে ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’। এই কেন্দ্রটি নগরবাসীর জন্য একক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে নাগরিকরা তাঁদের অসুস্থ বা আক্রান্ত গাছের পাতা, ফল বা মাটির নমুনা এনে বিশেষজ্ঞদের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ নিতে পারবেন।

কেন্দ্রটিতে থাকবে গাছের জন্য বিশেষায়িত ‘ট্রি হসপিটাল’, প্ল্যান্ট ফার্মেসি ও ল্যাবরেটরি, যেখানে জৈব বিশ্লেষণ, মাটির উপযোগিতা পরীক্ষা, কীটপতঙ্গ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ওষুধ, ভিটামিন ও উদ্ভিদের অণুখাদ্য সরবরাহের ব্যবস্থা।

এছাড়া নাগরিকদের জন্য থাকবে সবুজ পরিবেশে বই পড়া ও বিশ্রামের স্থান, স্বল্পমূল্যে গাছের চারা ক্রয়ের সুযোগ এবং গাছপ্রেমীদের জন্য ‘গাছের শেল্টার হোম’ সুবিধা—যেখানে কেউ ভ্রমণে গেলে নিজের গাছ জমা দিয়ে যেতে পারবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সমন্বিত উদ্যোগগুলো নগর পরিবেশ পুনরুদ্ধার, সবুজ অবকাঠামো উন্নয়ন ও টেকসই নগরায়নের পথে বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত