ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ’লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৫৯

ধানমন্ডিতে ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলো গত ১ সেপ্টেম্বর ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ আয়োজিত মিছিলের আয়োজক মো. সজিবুল ইসলাম হৃদয় (২৩), ওয়ারী থানার ৩৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ (২৩), লালবাগ থানার স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় কর্মী মো. রায়হান ওরফে পলিন (২৮), পল্টন থানার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি সদস্য মোঃ শাহাদাৎ নবী খোকা (৪২), শেরেবাংলা নগর থানার ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান মানিক (৩০), কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জামিল হোসেন পলাশ (৫৮), শরীয়তপুর সদর থানা আওয়ামীলীগ সেক্রেটারি মো. গোলাম মোস্তফা (৫০) ও নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ (৪১)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৪ টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে মো. সজিবুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন সকাল আনুমানিক ৭ টায় ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লা বিন আজিজকে গ্রেপ্তার করে।

বুধবার রাত ৮:৩০ টায় রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মোঃ রায়হান ওরফে পলিন গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিনে রাত ১:৩০ টায় ডিবি-সাইবার বিভাগের পল্টন এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহাদাৎ নবী খোকাকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরো জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১:২০ টায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে মো. আমিনুর রহমান মানিককে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

অন্যদিকে একই দিনে রাত আনুমানিক ৩ টায় ডিবি-সাইবার বিভাগের একটি টিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে মো. জামিল হোসেন পলাশকে গ্রেপ্তার করে।

বুধবার রাত আনুমানিক ১১:৪৫ টায় রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম।

অন্যদিকে একই দিনে রাত আনুমানিক ১:৩০ টায় কারার শাহরিয়ার আহমদকে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভগের একটি টিম। গ্রেপ্তার সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত